পরিচ্ছেদ : ২৬৭৭/
৫৯৬২/৯৭: আব্দুল্লাহ ইব্ন মুহাম্মদ (রঃ) ……… আমর ইব্ন মায়মূন (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী (সাঃ) বলেছেন : যে ব্যক্তি (এ কালেমাগুলো) দশবার পড়বে সে ঐ ব্যক্তির সমান হয়ে যাবে, যে ব্যক্তি ঈসমাইল (আঃ) এর বংশ থেকে একটা গোলাম আযাদ করে দিয়েছে । আবূ আইউব আনসারী (রাঃ) থেকেও বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সাঃ) এ হাদীসটা তাঁর কাছেও বলেছেন ।
৫৯৬২/৯৭: আব্দুল্লাহ ইব্ন মুহাম্মদ (রঃ) ……… আমর ইব্ন মায়মূন (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী (সাঃ) বলেছেন : যে ব্যক্তি (এ কালেমাগুলো) দশবার পড়বে সে ঐ ব্যক্তির সমান হয়ে যাবে, যে ব্যক্তি ঈসমাইল (আঃ) এর বংশ থেকে একটা গোলাম আযাদ করে দিয়েছে । আবূ আইউব আনসারী (রাঃ) থেকেও বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সাঃ) এ হাদীসটা তাঁর কাছেও বলেছেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন