৪৯৮১/২২ ইয়াহইয়া ইব্ন বুকায়ব (রঃ) ……… নবী (সাঃ) এর স্ত্রী হযরত উম্মে
হাবীবা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্ (সাঃ)! আমার বোন
আবূ সুফিয়ানের মেয়েকে আপনি বিবাহ করূন । তিনি বললেনঃ তুমি কি তা পছন্দ কর ? আমি বললামঃ
হ্যা । আমি তো আর আপনার সংসারে একা নই । যারা আমার সঙ্গে এই সৌভাগ্যের অংশীদার, আমার
বোনও তাদের অন্তর্ভুক্ত হোক তাই আমি বেশী পছন্দ করি । তিনি বললেনঃ কিন্ত সে যে আমার
জন্য হালাল হবে না ? আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্ (সাঃ)! আল্লাহ্র কসম! আমাদের মধ্যে
আলোচনা হচ্ছে, আপনি নাকি উম্মে সালামার মেয়ে দুররাকে বিয়ে করার ইচ্ছা করেছেন ? তিনি
বললেনঃ উম্মে সালামার মেয়েকে ? আমি বললামঃ হ্যাঁ । তিনি বললেনঃ আল্লাহ্র কসম! সে যদি
আামর কোলে পালিত, পূর্ব স্বামীর ঔরসে উম্মে সালামার গর্ভজাত সন্তান নাও হতো, তবুও সে
আমার জন্য হালাল ছিল না । সে তো আমার দুধ ভাইয়ের কন্যা । সুওয়ায়বা আমাকে ও আবূ সালামাকে
দুধ পান করিয়েছে । সুতরাং তোমাদের কন্যা ও বোনদের আমার সামনে পেশ করো না । শুয়াইব যুহরি
থেকে বর্ণনা করেছেন যে, উরওয়া বলেছেনঃ সুওয়ায়বাকে আবূ লাহাব মুক্ত করে দিয়েছিলেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন