৪৯৭৩/১৪ মুহাম্মদ ইব্ন মুসান্না (রঃ) ……… হযরত আয়িশা (রাঃ) থেকে বর্ণিত
যে, হিনদা বিনতে উতবা বললঃ ইয়া রাসূলাল্লাহ্! আবূ সুফিয়ান । তিনি বলেন, হিনদা বিনতে উতবা এসে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্!আবূ
সুফিয়ান একজন কৃপণ লোক । আমাকে এ পরিমাণ খরচ দেননা, যা আমার ও আামর সন্তানদের জন্য
যথেষ্ট, তবে তার অজান্তে যা আমি (চাই) তা নিতে পারি । তখন তিনি বললেনঃ তোমার ও তোমার
সন্তানদের জন্য নিয়মানুসারে যা যথেষ্ট হয় তা তুমি নিতে পার ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন