বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০১৪

হাদিস নং: ৪৯৭৯ (ভরণ- পোষণ অধ্যায়)

৪৯৭৯/২০ মুহাম্মদ ইব্ন ইউসুফ (রঃ) ……… হযরত আয়িশা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, হিনদা এসে বললঃ ইয়া রাসূলাল্লাহ্ (সাঃ)! আবূ সুফিয়ান ক্রপণ লোক । আমার ও সন্তানের প্রয়োজন মতো যদি তার মাল থেকে কিছু গ্রহণ করি, তবে কি আমার গুনাহ হবে ? তিনি বললেনঃ ন্যায়সঙ্গতভাবে নিতে পার । নবী (সাঃ) এর উক্তিঃ যে ব্যক্তি (দেনা ইত্যদির) কোন বোঝা অথবা সন্তান-সন্ততি রেখে মারা যাবে, তার দায়দায়িত্ব আমার উপর ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন