বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০১৪

হাদিস নং: ৪৯৮০ (ভরণ- পোষণ অধ্যায়)

৪৯৮০/২১ ইয়াহইয়া ইব্ন বুকায়র (রঃ) ……… হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (সাঃ) এর কাছে দেনাগ্রস্থ কোন মৃত ব্যক্তিকে (জানাযার জন্য) আনা হলে, তিনি জিজ্ঞাসা করতেনঃ সে কি দেনা পরিশোধ করার মত অতিরিক্ত কিছু রেখে গেছে ? যদি বলা হত যে, সে দেনা পরিশোধ করার মত সম্পদ রেখে গেছে, তাহলে তিনি তার জানাযা পড়তেন । অন্যথায় তিনি মুসলমানদের বলতেনঃ তোমরা তোমাদের সাথীর জানাযা পড় । তারপর আল্লাহ্ যখন তাঁর জন্য অসংখ্য বিজয়ের দ্বার খুলে দিলেন, তখন তিনি বললেনঃ আমি মু‘মিনদের নিজেদের চেয়েও বেশী ঘনিষ্ঠতর । সুতরাং মু‘মিনদের মধ্যে যে কেউ দেনা রেখে মারা যাবে, তা পরিশোধ করার দায়িত্ব আমারই । আর যে ব্যক্তি সম্পদ রেখে যাবে, তা তার উত্তরাধিকারীরা পাবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন