বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০১৪

হাদিস নং: ৪৯৭৮ (ভরণ- পোষণ অধ্যায়)

৪৯৭৮/১৯ মূসা ইব্ন ইসমাঈল (রঃ) ……… হযরত উম্মে সালামা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ আমি জিজ্ঞাসা করলামঃ ইয়া রাসূলাল্লাহ্ (সাঃ)! আবূ সালামার সন্তানদের জন্য ব্যয় করলে তাতে আমার কোন সাওয়াব হবে কি ? আমি তাদের এ (অভাবী) অবস্থায় ত্যাগ করতে পারি না । তারা তো আমারই সন্তান । তিনি বললেনঃ হ্যাঁ, তাদের জন্য খরচ করলে তুমি সাওয়াব পাবে ।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন