বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০১৪

হাদিস নং: ৪৯৭৬ (ভরণ- পোষণ অধ্যায়)

৪৯৭৬/১৭ মুসাদ্দাদ (রঃ) ……… হযরত জাবির ইব্ন আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, ৭টি বা ৯টি (বর্ণনাকারীর সন্দেহ) মেয়ে রেখে আমার পিতা ইন্তেকাল করেন । তারপর আমি এক বিধবা মহিলাকে বিবাহ করি । রাসূলুল্লাহ্ (সাঃ) আমাকে জিজ্ঞাসা করলেনঃ জাবির! তুমি কি বিয়ে করেছ ? আমি বললামঃ হ্যা । তিনি তারপর জিজ্ঞাসা করলেনঃ কুমারী না বিধবা বিয়ে করেছ ? আমি বললামঃ বিধবা । তিনি বললেনঃ কুমারী করলে না কেন ? তুমি তার সাথে প্রমোদ করতে, সেও তোমার সাথে প্রমোদ করতো । তুমি তাকে হাসাতে, সেও তোমাকে হাসাতো । আমি বললামঃ অনেকগুলো কন্যা সন্তান রেখে আবদুল্লাহ্ (তার পিতা) মারা গেছেন তাই আমি ওদেরই মত কুমারী মেয়ে বিয়ে  করা পছন্দ করিনি । আমি এমন মেয়েকে বিয়ে করলাম, যে তাদের দেখাশুনা করতে পারে । নবী (সাঃ) বললেনঃ আল্লাহ্ তোমাকে বরকত দিন অথবা বললেনঃ কল্যাণ দান করূন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন