সোমবার, ২৮ জুলাই, ২০১৪

হাদিস নং: ৬৫৩০ (স্বপ্নের ব্যাখ্যা প্রদান অধ্যায়)

৬৫৩০/২০: আবদুল্লাহ্ ইব্ন ইউসুফ (রহঃ) . . . . . হযরত আনাস ইব্ন মালিক (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) প্রায়ই হযরত উম্মে হারাম বিনতে মিলহান (রাঃ)-এর ঘরে যেতেন । আর সে ছিল উবাদা ইব্ন সামিত (রাঃ)-এর স্ত্রী । একদা তিনি তার কাছে এলেন । সে তাঁকে খানা খাওয়াল । তারপর তাঁর মাথার উকুন বাছতে শুরু করল । রাসূলুল্লাহ্ (সাঃ) ঘুমিয়ে পড়লেন । কিছুক্ষণ পর হেসে হেসে জেগে উঠলেন । হযরত উম্মে হারাম (রাঃ) বলেনঃ আমি বললাম, হে আল্লাহ্ এর রাসূল (সাঃ)! আপনি কেন হাসলেন? তিনি বললেনঃ আমার উম্মাতের একদল লোককে আমার কাছে পেশ করা হয়েছে । যারা আল্লাহ্ এর রাস্তায় যুদ্ধরত সাগরের মধ্যে জাহাজের ওপর আরোহণ করে বাদশাহর সিংহাসনে অথবা বাদশাহদের মত তারা সিংহাসনে উপবিষ্ট । ইসহাক রাবী সন্দেহ করেছেন । হযরত উম্মে হারাম (রাঃ) বলেনঃ আমি বললাম, হে আল্লাহ্ এর রাসূল (সাঃ)! আপনি আল্লাহ্ এর কাছে দোয়া করূন, তিনি যেন আমাকে তাদের দলভূক্ত করে দেন । রাসূলুল্লাহ্ (সাঃ) তার জন্য দোয়া করলেন । এরপর আবার তিনি মাথা রেখে ঘুমিয়ে পড়লেন । কিছুক্ষণ পর আবার হেসে হেসে জেগে উঠলেন । আমি বললামঃ- আপনি হাসলেন কেন হে আল্লাহ্ এর রাসূল (সাঃ)? তিনি বললেনঃ আল্লাহ্ এর রাস্তায় জিহাদরত আমার একদল উম্মাতকে আমার কাছে পেশ করা হয়েছে । পূর্বের ন্যায় এ দল সম্পর্কেও বললেন । হযরত উম্মে হারাম (রাঃ) বলেনঃ আমি বললাম, হে আল্লাহ্ এর রাসূল (সাঃ)! আপনি আল্লাহ্ এর কাছে দোয়া করূন, তিনি যেন আমাকে এ দলভূক্ত করে দেন । তিনি বললেনঃ তূমি প্রথম দল ভূক্তা । হযরত উম্মে হারাম (রাঃ) মুআবিয়া ইব্ন সূফিয়ান (রাঃ)-এর আমলে সামুদ্রিক জাহাজে আরোহণ করেন এবং সমুদ্র থেকে পেরিয়ে আসার সময় আপন সাওয়ারী থেকে মাটিতে পড়ে গিয়ে মারা যান ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন