৬৫২৯/১৯: ইয়াহইয়া
(রহঃ) . . . . . হযরত ইব্ন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, জনৈক ব্যাক্তি রাসূলুল্লাহ্
(সাঃ) -এর কাছে এসে বলল, আমি রাতে স্বপে দেখেছি । এরপর পুরো হাদীসটি বর্ণনা করেন ।
সুলায়মান ইব্ন কাসীর, ইব্ন আখীয যুহরী ও সুলায়মান ইব্ন হুসায়ন (রহঃ) . . . . . হযরত
ইব্ন আব্বাস (রাঃ) সুত্রে নাবী (সাঃ) থেকে ইউনুস (রহঃ) এর অনুসরণ করেছেন । যুবায়দী
(রহঃ) . . . . . হযরত ইব্ন আব্বাস (রাঃ) অথবা হযরত আবূ হুরায়রা (রাঃ) সুত্রে নাবী (সাঃ)
থেকে বর্ণনা করেছেন শুআয়ব, ইসহাক ইব্ন ইয়াহইয়া, আবূ হুরায়রা (রাঃ) নাবী (সাঃ) থেকে
বর্ণনা করতেন । মা‘মার (রহঃ) প্রথমে এ হাদীসের সনদ বর্ণনা করতেন না । কিন্তু পরবর্তীতে
করতেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন