৬৫২৭/১৭: আহমাদ
ইব্ন মিকদাম ইজলী (রহঃ) . . . . . হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ
নাবী (সাঃ) বলেছেনঃ আমাকে সংক্ষিপ্ত অথচ বিশদ অর্থপূর্ন বাক্য দান করা হয়েছে । এবং
আমাকে প্রভাব সঞ্চারী প্রকৃতি দ্বারা সাহায্য করা হয়েছে । কোন এক রাতে আমি নিদ্রিত
ছিলাম । ইত্যবসরে ভূ-পৃষ্ঠের যাবতীয় ভাণ্ডারের চাবি আমার কাছে এনে আমার হাতে রাখা হল
। হযরত আবূ হুরায়রা (রাঃ) বললেনঃ রাসূলুল্লাহ্ (সাঃ) চলে গেছেন । আর তোমরা উক্ত ভাণ্ডার
সমূহ হস্তান্তর করে চলছ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন