সোমবার, ২৮ জুলাই, ২০১৪

হাদিস নং: ৬৫২০ (স্বপ্নের ব্যাখ্যা প্রদান অধ্যায়)

৬৫২০/১০: ইয়াহ্ইয়া ইব্ন বুকায়ম (রহঃ) . . . . . হযরত ইব্ন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, একদল লোককে লাইলাতুল কদর্ (রমযানের) শেষ সাত রাতের মধ্যে রয়েছে বলে স্বপ্নে দেখানো হয়েছে । আর কিছু সংখ্যক লোককে তা শেষ দশ রাতের মধ্যে দেখানো হয়েছে । তখন রাসূলুল্লাহ্ (সাঃ) বললেনঃ তোমরা লাইলাতুল কদর্ শেষ সাত রাতের মধ্যেই তালাশ কর ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন