সোমবার, ২৮ জুলাই, ২০১৪

হাদিস নং: ৬৫১৪ (স্বপ্নের ব্যাখ্যা প্রদান অধ্যায়)

৬৫১৪/০৪: আবদুল্লাহ্ ইব্ন ইউসুফ (রহঃ) . . . . . হযরত আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত । তিনি রাসূলুল্লাহ্ (সাঃ) কে বলতে শুনেছেন, যখন তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে, যা সে পছন্দ করে, তাহলে তা আল্লাহ্ এর পক্ষ থেকে । তাই সে যেন এর উপর আল্লাহ্ এর প্রশংসা করে এবং অন্যের কাছে তা বর্ণনা করে । আর যদি এর বিপরীত অপছন্দনীয় কিছু দেখে, তাহলে তা শয়তানের পক্ষ থেকে । তাই সে যেন এর অনিষ্টতা থেকে আল্লাহ্ এর আশ্রয় চায় । আর কারো কাছে যেন তা বর্ণনা না করে । তাহলে এ স্বপ্ন তার কোন ক্ষতি সাধন করবে না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন