৬৫২৮/১৮: আবদুল্লাহ্
ইব্ন মাসলামা (রহঃ) . . . . . হযরত আবদুল্লাহ্ ইব্ন উমর (রাঃ) থেকে বর্নিত । রাসূলুল্লাহ্
(সাঃ) বলেছেনঃ এক রাতে আমাকে কা‘বা এর কাছে স্বপ্ন দেখানো হল । তখন আমি গৌর বর্নের
সুন্দর এক পুরুষকে দেখলাম। তার মাথায় অতি চমৎকার লম্বা
লম্বা চুল ছিল, যেগুলো আঁচড়িয়ে রেখেছে । চুল থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরছিল । তিনি
দু-ব্যাক্তির ওপর অথবা বলেছেনঃ দুব্যাক্তির কাঁধের ওপর ভর করে বায়তূল্লাহ্ এর তাওয়াফ
করছেন । আমি জিজ্ঞাসা করলাম, এ ব্যাক্তি কে? বলা হলঃ মাসী ইব্ন মরিয়ম । এরপর অপর এক
ব্যাক্তির সাথে আমার সাক্ষাৎ ঘটল । সে ছিল কোঁকড়ানো চুল বিশিষ্ট, ডান
চোখ কানা, চোখটি যেন (পানির ওপর) ভাসমান আঙুর । আমি জিজ্ঞাসা করলাম, এ ব্যাক্তি কে?
সে বলল মাসীহ্ দাজ্জাল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন