সোমবার, ২ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৯৪৯ (দু‘আ অধ্যায়)

পরিচ্ছেদ : ২৬৭০/ বারবার দু‘আ করা -
৫৯৪৯/৮৪: ইব্রাহীম ইব্ন মুনযির (রঃ) ……… হযরত আয়িশা (রাঃ) থেকে বর্ণিত । একবার রাসূলুল্লাহ (সাঃ) এর উপর যাদু করা হলো । এমনকি তাঁর খেয়াল হতো যে, তিনি একটা কাজ করেছেন, অথচ তিনি তা করেন নি । সে জন্য তিনি আল্লাহর কাছে দু‘আ করলেন । এরপর তিনি (আয়িশা (রাঃ) ) কে বললেন : তুমি জানতে কি পেরেছ ? আমি যে বিষয়টা আল্লাহর কাছ থেকে জানতে চেয়েছিলাম, তা তিনি আমাকে জানিয়ে দিয়েছেন । আয়িশা (রাঃ) বললেন : ইয়া রাসূলুল্লাহ (সাঃ) তা কি ? তিনি বললেন : (স্বপ্নের মধ্যে) আমার নিকট দু‘জন লোক আসলেন এবং একজন আমার মাথার কাছে, আরেক জন আমার উভয় পায়ের কাছে বসলেন । তারপর একজন তার সাথীকে জিজ্ঞাসা করলেন : এ ব্যক্তির রোগটা কি ? তখন অপর জন বললেন : তিনি যাদুতে আক্রান্ত । আবার তিনি জিজ্ঞাসা করলেন, তাকে কে যাদু করেছে ? অপর জন বললেন : লাবীদ ইব্ন আসাম । তিনি আবার জিজ্ঞাসা করলেন, তা কিসের মধ্যে করেছে ? তিনি বললেন : চিরূনী, ছেঁড়া চুল ও কাঁচা খেজুর গাছের  খোশার মধ্যে । পুনরায় তিনি জিজ্ঞাসা করলেন : এটা কোথায় ? তিনি বললেন : যুরাইক গোত্রের ‘যুআরওয়ান’ নামক কূপের মধ্যে । হযরত আয়িশা (রাঃ) বর্ণনা করেন । অতপর রাসূলুল্লাহ (সাঃ) সেখানে গেলেন এবং (তা কূপ থেকে বের করিয়ে নিয়ে) হযরত আয়িশা (রাঃ) এর কাছে ফিরে এসে বললেন : আল্লাহর কসম! সেই কূপের পানি যেন মেন্দি তলানী পানি এবং এর (নিকটস্থ) খেজুর গাছগুলো ঠিক যেন শয়তানের মাথা । আয়িশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) ফিরে এসে তাঁর কাছে কূপের বিস্তারিত অবস্থা জানালেন । তখন আমি বললাম : ইয়া রাসূলাল্লাহ (সাঃ)! আপনি এ ব্যাপারটা লোক সমাজে প্রকাশ করে দিলেন না কেন ? তিনি বললেন : আল্লাহ তা‘আলা তো আমাকে রোগমুক্ত করেছেন । সুতরাং আমি লোকজনের মধ্যে উত্তেজনা বিস্তার করা পছন্দ করি না । ঈসা ইব্ন ইউনুস ও লায়স (রঃ) ……… হযরত আয়িশা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন : নবী (সাঃ) কে যাদু করা হলে তিনি বারবার দু‘আ করলেন, এভাবে পূর্ণ হাদীস বর্ণিত হয়েছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন