সোমবার, ২ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৯৪৫ (দু‘আ অধ্যায়)

পরিচ্ছেদ : ২৬৬৬/
৫৯৪৫/৮০: আবূ নু’মান (রঃ) ……… জাবির (রাঃ) বলেন, আমার আব্বা সাত অথবা নয়জন মেয়ে রেখে ইন্তেকাল করেন । তারপর আমি একজন মহিলাকে বিয়ে করি । নবী (সাঃ) বললেন : তুমি কি বিয়ে করেছ? আমি বললাম : হ্যাঁ । নবী (সাঃ) জিজ্ঞাসা করলেন, সে মহিলাটি কি কুমারী না অকুমারী? আমি বল্লাম : অকুমারী । তিনি বললেন, তুমি একজন কুমারী বিয়ে করলে না কেন? তা হলে তুমি তার সঙ্গে ক্রীড়া কৌতুক করতে এবং সেও তোমার সাথে ক্রীড়া কৌতুক করত । আর তুমি তার সাথে এবং সেও তোমার সাথে হাসীখুশী করতো । আমি বললাম : আমার আব্বা সাত অথবা নয়জন মেয়ে রেখে ইন্তেকাল করেছেন । সুতরাং আমি এটা পছন্দ করলাম না যে, তাদের মতো কুমারী বিয়ে করে আনি । এজন্য আমি এমন একজন মহিলাকে বিয়ে করেছি যে তাদের দেখাশুনা করতে পারবে । তখন তিনি দু’আ করলেন : আল্লাহ! তোমাকে বরকত দিন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন