সোমবার, ২ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৯৪১ (দু‘আ অধ্যায়)

পরিচ্ছেদ : ২৬৬২/ অযু করার সময়ের দু‘আ করা -
৫৯৪১/৭৬: মুহাম্মদ ইব্ন আলা (রঃ) ……… আবূ মূসা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী (সাঃ) একবার পানি আনিয়ে অযূ করলেন । তারপর উভয় হাত তুলে দু’আ করলেন : ইয়া আল্লাহ! আপনি উবায়দ আবূ আমরকে ক্ষমা করে দিন । আমি তখন তাঁর বগলের শুভ্রতা দেখতে পেলাম । আরও দু’আ করলেন : ইয়া আল্লাহ! আপনি তাকে কিয়ামতের দিন অনেক লোকের উপর মর্যাদাবান করূন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন