সোমবার, ২ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৯৪৩ (দু‘আ অধ্যায়)

পরিচ্ছেদ : ২৬৬৪/ উপত্যকায় অবতরণ করার সময় দু‘আ -
পরিচ্ছেদ : ২৬৬৫/ সফরের ইচ্ছা করলে কিংবা সফর থেকে প্রত্যাবর্তন করার পর দু‘আ -
৫৯৪৩/৭৮: ইসমাঈল (রঃ) ……… আব্দুল্লাহ ইব্ন উমর (রাঃ) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ্ (সাঃ) যখন যুদ্ধ, হাজ্জ কিংবা উমরা থেকে ফিরতেন, তখন প্রতিটি উঁচু জায়গার উপর তিনবার ‘আল্লাহু আকবার’ বলতেন । তারপর বলতেন : “আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই । তিনি এক, তাঁর কোন শরীক নেই । রাজত্ব, প্রশংসাও তাঁরই জন্য, তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান । আমরা প্রত্যাবর্তনকারী, তওবাকারী, ইবাদতকারী, আপন প্রতিপালকের প্রশংসাকারী, আল্লাহ্ তা’আলা নিজ প্রতিশ্রুতি রক্ষা করেছেন । তিনি তাঁর বান্দাকে সাহায্য করেছেন, আর দুশমনের দলকে তিনি একাই প্রতিহত করেছেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন