পরিচ্ছেদ : ২৬৬৩/ উঁচু জায়গায় চড়ার সময়ের দু‘আ -
৫৯৪২/৭৭: সুলায়মান ইব্ন হারব (রঃ) ……… আবূ মূসা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, একবার এক সফরে আমরা নবী (সাঃ) এর সঙ্গে ছিলাম । যখন আমরা উঁচু জায়গায় উঠতাম তখন উচ্চস্বরে ‘আল্লাহু আকবার’ বলতাম । তখন নবী (সাঃ) বললেন : হে লোকেরা! তোমরা নিজেদের জানের উপর দয়া করো । কারণ তোমরা কোন বধির অথবা অনুপস্থিতকে আহ্বান করছ না বরং তোমরা আহ্বান করছ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা সত্তাকে । কিছুক্ষণ পর তিনি আমার কাছে এলেন, তখন আমি মনে মনে পড়ছিলাম : ‘লা হওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ তখন তিনি বলেন, হে আব্দুল্লাহ ইব্ন কায়স্! তুমি পড়বে ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ । কারণ এ দু’আ হলো বেহেস্তের রত্ন ভান্ডার সমূহের অন্যতম । অথবা তিনি বললেন : আমি কি তোমাকে এমন একটি বাক্যের সন্ধান দেব না যে বাক্যটি জান্নাতের রত্ন ভান্ডার? সেটি থেকে একটি রত্ন হলো ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ ।
৫৯৪২/৭৭: সুলায়মান ইব্ন হারব (রঃ) ……… আবূ মূসা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, একবার এক সফরে আমরা নবী (সাঃ) এর সঙ্গে ছিলাম । যখন আমরা উঁচু জায়গায় উঠতাম তখন উচ্চস্বরে ‘আল্লাহু আকবার’ বলতাম । তখন নবী (সাঃ) বললেন : হে লোকেরা! তোমরা নিজেদের জানের উপর দয়া করো । কারণ তোমরা কোন বধির অথবা অনুপস্থিতকে আহ্বান করছ না বরং তোমরা আহ্বান করছ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা সত্তাকে । কিছুক্ষণ পর তিনি আমার কাছে এলেন, তখন আমি মনে মনে পড়ছিলাম : ‘লা হওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ তখন তিনি বলেন, হে আব্দুল্লাহ ইব্ন কায়স্! তুমি পড়বে ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ । কারণ এ দু’আ হলো বেহেস্তের রত্ন ভান্ডার সমূহের অন্যতম । অথবা তিনি বললেন : আমি কি তোমাকে এমন একটি বাক্যের সন্ধান দেব না যে বাক্যটি জান্নাতের রত্ন ভান্ডার? সেটি থেকে একটি রত্ন হলো ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন