পরিচ্ছেদ : ২৬৬৬/ বরের জন্য দু‘আ করা -
৫৯৪৪/৭৯: মুসাদ্দাদ (রঃ) ……… আনাস (রাঃ) বর্ণনা করেন । নবী (সাঃ) আব্দুর রহমান ইব্ন আওফের গায়ে রং দেখে জিজ্ঞাসা করলেন : ব্যাপার কি? তিনি বললেন : আমি একজন মহিলাকে বিয়ে করেছি এক খন্ড সোনার বিনিময়ে । তিনি দু’আ করলেন : আল্লাহ তোমাকে বরকত দিন । একটা বকরী দিয়ে হলেও তুমি ওলীমা করো ।
৫৯৪৪/৭৯: মুসাদ্দাদ (রঃ) ……… আনাস (রাঃ) বর্ণনা করেন । নবী (সাঃ) আব্দুর রহমান ইব্ন আওফের গায়ে রং দেখে জিজ্ঞাসা করলেন : ব্যাপার কি? তিনি বললেন : আমি একজন মহিলাকে বিয়ে করেছি এক খন্ড সোনার বিনিময়ে । তিনি দু’আ করলেন : আল্লাহ তোমাকে বরকত দিন । একটা বকরী দিয়ে হলেও তুমি ওলীমা করো ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন