সোমবার, ২ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৯৪৬ (দু‘আ অধ্যায়)

পরিচ্ছেদ : ২৬৬৭/ নিজ স্ত্রীর নিকট এলে যে দু‘আ পড়তে হয় -
৫৯৪৬/৮১: মুসাদ্দাদ উসমান ইব্ন শায়বা (রঃ) ……… ইব্ন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী (সাঃ) বলেন : তোমাদের কেউ স্ত্রীর সাথে সঙ্গমে মিলিত হওয়ার ইচ্ছা করলে সে বলবে : আল্লাহর নামে, হে আল্লাহ! আপনি আমাদের শয়তান থেকে দূরে রাখুন এবং আপনি আমাদেরকে যা দান করেন তা থেকে শয়তানকে দূরে রাখুন । তারপর তাদের এ মিলনের মধ্যে যদি কোন সন্তান নির্ধারিত থাকে তা হলে শয়তান এ সন্তানকে কখনও ক্ষতি করতে পারবে না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন