বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৮৩৩ (অনুমতি চাওয়া অধ্যায়)

৫৮৩৩/৪০: মূসা ইব্ন ইসমাঈল (রঃ) ……… হযরত মু‘আয ইব্ন জাবাল (রাঃ) বলেন, আমি একবার নবী (সাঃ) এর পেছনে তাঁর সাওয়ারীর উপর বসা ছিলাম । তখন তিনি আমাকে ডাকলেনঃ ওহে মু‘আয! আমি বললাম, লাব্বায়কা ওয়া সাদায়কা । তারপর তিনি এরূপ তিনবার ডাকলেন । এরপর বললেনঃ তুকি কি জানো যে, বান্দাদের উপর আল্লাহর হক কি ? তিনি বললেনঃ তা‘হলো, বান্দারা তাঁর ইবাদত করবে আর এতে তাঁর সঙ্গে কোন কিছুকে শরীক করবে না । আবার কিছুক্ষণ চলার পর তিনি বললেনঃ ওহে মু‘আয! আমি জবাবে বললামঃ লাব্বায়কা ওয়া সাদায়কা । তখন তিনি বললেনঃ তুমি কি জানো যে, বান্দা যখন তাঁর ইবাদত করবে, তখন আল্লাহর উপর বান্দাদের হক কি হবে ? তিনি বললেনঃ তা হলো এই যে, তিনি তাদের আযাব দিবেন না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন