৫৮৩২/৩৯: ইসহাক এবং আহমদ ইব্ন সালিহ্ (রঃ) ……… হযরত আব্দুল্লাহ ইব্ন আব্বাস
(রাঃ) থেকে বর্ণিত যে, আলী ইব্ন আবূ তালিব যখন নবী (সাঃ)- এর অন্তিম কালের সময় তাঁর
কাছ থেকে বেরিয়ে এলেন, লোকেরা তাঁকে জিজ্ঞাসা করলোঃ হে আবুল হাসান! কিভাবে নবী (সাঃ)
এর ভোর হয়েছে ? তিনি বললেনঃ আলহামলিল্লাহ্ সুস্থ অবস্থায় তাঁর ভোর হয়েছে । তখন হযরত
আব্বাস (রাঃ) তার হাত ধরে বললেনঃ তুমি কি তাঁর অবস্থাবঝতে পারছনা ? তুমি তিনদিন পরেই
লাঠির গোলাম হয়ে যাবে । আল্লাহর কসম! আমি নিঃসন্দেহে ধারণা করছি যে, রাসূলুল্লাহ্
(সাঃ) তাঁর এই রোগেই সত্বর ইন্তেকাল করবেন । আমি বনূ আব্দুল মুত্তালিবের চেহারা থেকে
তাঁদের ওফাতের লক্ষণ চিনতে পারি । অতএব তুমি আমাদের রাসূলুল্লাহ (সাঃ) এর নিকট নিয়ে
যাও । আমরা তাঁকে জিজ্ঞেস করবো যে, তাঁর অবর্তমানে খিলাফতের দায়িত্ব কাদের হাতে থাকবে
? যদি আমাদের গোত্রেই থাকে, তবে তা আমরা জেনে রাখলাম । আর যদি অন্য কোন গোত্রের হাতে
থাকবে বলে জানি, তবে আমরা তাঁর সাথে পরামর্শ করবো । এবং তিনি আমাদের জন্য অসিয়ত করে
যাবেন । হযরত আলী (রাঃ) বললেনঃ আল্লাহর কসম! যদি আমরা এ ব্যাপারে রাসূলুল্লাহ (সাঃ)
কে জিজ্ঞাসা করি আর তিনি এ সম্পর্কে আমাদের বিরত থাকার নির্দেশ দেন, তাহলে লোকজন কখনও
আমাদের এর সুযোগ দেবেনা । সুতরাং রাসূলুল্লাহ্ (সাঃ) কে কখনো জিজ্ঞেস করবোনা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন