বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৮৪২ (অনুমতি চাওয়া অধ্যায়)

৫৮৪২/৪৯: ইসiহাক এবং আব্দুল্লাহ ইব্ন মুহাম্মদ (রঃ) ……… হযরত আব্দুল্লাহ ইব্ন আমর (রাঃ) বর্ণনা করেন যে, নবী (সাঃ) এর নিকট আমার বেশী সাওম পালন সম্পর্কে উল্লেখ করা হলো । তখন তিনি আমার ঘরে আসলেন এবং আমি তাঁর উদ্দেশ্যে খেজুরের ছাল ভর্তি করা চামড়ার একটি বালিশ পেশ করলাম । তিনি মাটিতেই বসে পড়লেন । আর বালিশটা আমার ও তাঁর মাঝখানে থেকে গেল । তিনি আমাকে বললেন : প্রত্যেক মাসে তিনদিন রোযা থাকা কি তোমার জন্য যথেষ্ট নয় ? আমি বললাম : ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেন : তা হলে পাঁচ দিন ? আমি বললাম : ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেন : তবে সাতদিন ? আমি আবার বললাম : ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেন : তবে নয়দিন ? আমি পুনরায় বললাম : ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেন : তা হলে এগার দিন ? আমি আবার বললাম : ইয়া রাসূলাল্লাহ! তখন তিনি বললেন : দাউদ (আঃ) এর সাওমের চেয়ে বেশী কোন (নফল) সাওম নেই । তিনি প্রত্যেক মাসের (অথবা বছরের) অর্ধেক দিন সাওম পালন করতেন অর্থা একদিন সাওম পালন করতেন আর একদিন পালন করতেন না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন