৫৮৩৯/৪৬: আলী ইব্ন আব্দুল্লাহ্ (রঃ) ……… হযরত আবূ বাকরা (রাঃ) থেকে বর্ণিত
। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বললেন, আমি তি তোমাদের নিকৃষ্ট কবীরা গুনাহের বর্ণনা
দিব না ? সকলে বললেনঃ হ্যাঁ ইয়া রাসূলাল্লাহ্ (সাঃ)! তখন তিনি বললেনঃ তা হলো, আল্লাহর
সঙ্গে অন্য কোন কিছুকে শরীক করা এবং মা বাবার অবাধ্যতা । মুসাদ্দাদ, বিশরের এক সূত্রে
অনুরূপ বর্ণনা করেছেন । তাতে অতিরিক্ত বর্ণনা করেছেন যে, তখন নবী (সাঃ) হেলান দেওয়া
অবস্থায় ছিলেন । এরপর তিনি সোজা হয়ে বসলেন এবং বললেনঃ হুশিয়ার হয়ে যাও! আর (সবচেয়ে
বড় গুনাহ হলো) মিথ্যা কথা বলা । এ কথাটি তিনি বারবার বলতে থাকলেন । অবশেষে আমরা বললামঃ
হায়! তিনি যদি থেমে যেতেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন