৫৮৩৭/৪৪: হাসান ইব্ন উমর (রঃ) ……… হযরত আনাস ইব্ন মালিক (রাঃ) থেকে বর্ণিত
। তিনি বলেন, যখন নবী (সাঃ) যায়নাব বিন্ত জাহশ (রাঃ) কে বিয়ে করলেন, তখন তিনি কয়েকজন
লোককে দাওয়াত করলেন । তারা আহার করার পর বসে বসে অনেক সময় পর্যন্ত অলাপ আলোচনায় মশগূল
থাকলেন । তখন তিনি নিজে উঠে চলে যাওয়ার ভাব প্রকাশ করতে শুরূ করলেন । কিন্তু এতেও তারা
উঠলেন না । তিনি এ অবস্থা দেখে নিজেই উঠে দাঁড়ালেন । যখন তিনি চলে গেলেন, তখন লোকজনের
মধ্যে যারা দাঁড়াবার ইচ্ছা করলেন, তারা তাঁর সাথেই উঠে চলে গেলেন । কিন্তু তাদের তিনজন
থেকে গেলেন । এরপর যখন নবী (সাঃ) ফিরে এসে ঘরে প্রবেশ করতে চাইলেন, তখন দেখলেন যে,
ঐ তিনজন তখনো বসে রয়েছেন । কিছুক্ষণ পর তারাও উঠে চলে গেলে, আমি গিয়ে তাঁকে তাদের চলে
যাওয়ার সংবাদ দিলাম । এরপর তিনি এসে ঘরে ঢুকলেন । তখন আমিও ঢুকতে চাইলে তিনি আমার ও
তাঁর মধ্যে পর্দা টেনে দিলেন । এই সময় আল্লাহ্ তা‘আল্ ওহী নাযিল করলেনঃ হে মুমিনগণ!
তোমাদের অনুমতি দেওয়া না হলে তোমরা নবী গৃহে প্রবেশ করবেনা । ...... আল্লাহ্র দৃষ্টিতে
তা ঘোরতর অপরাধ (৩৩:৫৩) ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন