বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৮৪১ (অনুমতি চাওয়া অধ্যায়)

৫৮৪১/৪৮: কুতায়বা (রঃ) ……… হযরত আয়িশা (রাঃ) বর্ণনা করেন । রাসূলুল্লাহ্ (সাঃ) (আমার) পালঙ্গের মধ্যখানে দাঁড়িয়ে সালাত আদায় করতেন । তখন আমি তাঁর ও কিবলার মাঝখানে শুয়ে থাকতাম । যখন আমার কোন প্রয়োজন হতো, তখন আমি তাঁর দিকে মুখ করে উঠে দাঁড়ানো পচন্দ করতাম না বরং আমি শুয়ে শুয়েই পিছনের দিক দিয়ে কেটে পড়তাম ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন