পরিচ্ছেদ : ২৬৬০/ বরকতসহ মালের প্রাচুর্যের জন্য দু‘আ করা -
৫৯৩৮/৭৩: মুহাম্মদ ইব্ন বাশ্শার (রঃ) ……… উম্মে সুলায়ম (রাঃ) থেকে বর্ণিত । তিনি বললেন : ইয়া রাসূলাল্লাহ! আনাস আপনার খাদিম, আপনি আল্লাহর নিকট তার জন্য দু’আ করূন । তিনি দু’আ করলেন : ইয়া আল্লাহ! আপনি তার মাল ও সন্তান বাড়িয়ে দিন, আর আপনি তাকে যা কিছু দিয়েছেন তাতে বরকত দান করূন । হিশাম ইব্ন যায়দ (রঃ) বলেন, আমি আনাস ইব্ন মালিক (রাঃ) কে অনুরূপ বর্ণনা করতে শুনেছি ।
৫৯৩৮/৭৩: মুহাম্মদ ইব্ন বাশ্শার (রঃ) ……… উম্মে সুলায়ম (রাঃ) থেকে বর্ণিত । তিনি বললেন : ইয়া রাসূলাল্লাহ! আনাস আপনার খাদিম, আপনি আল্লাহর নিকট তার জন্য দু’আ করূন । তিনি দু’আ করলেন : ইয়া আল্লাহ! আপনি তার মাল ও সন্তান বাড়িয়ে দিন, আর আপনি তাকে যা কিছু দিয়েছেন তাতে বরকত দান করূন । হিশাম ইব্ন যায়দ (রঃ) বলেন, আমি আনাস ইব্ন মালিক (রাঃ) কে অনুরূপ বর্ণনা করতে শুনেছি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন