পরিচ্ছেদ : ২৬৫৬/ মহামারী ও রোগ যন্ত্রণা দূর হওয়ার জন্য দু‘আ করা -
৫৯৩২/৬৭: মুহাম্মদ ইব্ন ইউসুফ (রঃ) ……… আয়িশা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী (সাঃ) দু’আ করতেন : ইয়া আল্লাহ! আপনি যেভাবে মক্কাকে আমাদের জন্য প্রিয় করে দিয়েছেন, মদীনাকেও সেভাবে অথবা এর চাইতে বেশী আমাদের কাছে প্রিয় করে দিন । আর মদীনার জ্বর ‘জুহফা’ নামক স্থানের দিকে সরিয়ে দিন । ইয়া আল্লাহ! আপনি আমাদের মাপের ও ওযনের পাত্রে বরকত দিন ।
৫৯৩২/৬৭: মুহাম্মদ ইব্ন ইউসুফ (রঃ) ……… আয়িশা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী (সাঃ) দু’আ করতেন : ইয়া আল্লাহ! আপনি যেভাবে মক্কাকে আমাদের জন্য প্রিয় করে দিয়েছেন, মদীনাকেও সেভাবে অথবা এর চাইতে বেশী আমাদের কাছে প্রিয় করে দিন । আর মদীনার জ্বর ‘জুহফা’ নামক স্থানের দিকে সরিয়ে দিন । ইয়া আল্লাহ! আপনি আমাদের মাপের ও ওযনের পাত্রে বরকত দিন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন