মঙ্গলবার, ৩ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৯৩৫ (দু‘আ অধ্যায়)

পরিচ্ছেদ : ২৬৫৭/
৫৯৩৫/৭০: ইয়াহ্ইয়া ইব্ন মূসা (রঃ) ……… আয়িশা (রাঃ) থেকে বর্ণিত । নবী (সাঃ) দু’আ করতেন : হে আল্লাহ! আমি অলসতা, অতি বার্ধক্য, ঋণ আর পাপ থেকে আপনার আশ্রয় চাই । ইয়া আল্লাহ! আমি আপনার আশ্রয় চাই জাহান্নামের আযাব, জাহান্নামের ফিতনা, কবরের আযাব, প্রাচুর্যের ফিতনার কুফল, দারিদ্রের ফিতনার কুফল এবং মাসীহ দাজ্জালেরফিতনা থেকে । ইয়া আল্লাহ! আপনি আমার সমুদয় গুনাহ বর‌ফ ও শীতল পানি দিয়ে ধুয়ে দিন । আমার অন্তর যাবতীয় পাপ থেকে পরিচ্ছন্ন করূন, যেভাবে সাদা কাপড় ময়লা থেকে পরিচ্ছন্ন করা হয় । আমার ও আমার গুনাহ্ সমূহের মধ্যে এতটা ব্যবধান করে দিন যতটা ব্যবধান আপনি পূর্ব ও পশ্চিম প্রান্তের মধ্যে করেছেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন