মঙ্গলবার, ৩ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৯৩০ (দু‘আ অধ্যায়)

৫৯৩০/৬৫: মুহাম্মদ ইব্ন মুসান্না (রঃ) ……… সা’দ ইব্ন আবূ ওয়াক্কাস (রাঃ) থেকে বর্ণিত । তিনি পাঁচটি কাজ থেকে আল্লাহর আশ্রয় চাওয়ার নির্দেশ দিতেন এবং তিনি তা নবী (সাঃ) থেকেই বর্ণনা করতেন । তিনি দু’আ করতেন : ইয়া আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই কৃপণতা থেকে, আমি আশ্রয় চাই কাপুরূষতা থেকে, আমি আশ্রয় চাই অবহেলিত বার্ধক্যে উপনীত হওয়া থেকে, আমি আপনার নিকট আশ্রয় চাই দুনিয়ার বড় ফিতনা (দাজ্জালের ফিতনা) থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের আযাব থেকে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন