পরিচ্ছেদ : ২৬৫৭/ বার্ধক্যের অসহায়ত্ব এবং দুনিয়ার ফিতনা আর জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাওয়া -
৫৯৩৪/৬৯: ইসহাক ইব্ন ইব্রাহিম (রঃ) ……… সা’দ ইব্ন আবূ ওয়াক্কাস (রাঃ) বলেন, নবী (সাঃ) যে সব বাক্য দিয়ে আল্লাহর আশ্রয় চাইতেন, সে সব দ্বারা তোমরাও আশ্রয় চাও । তিনি বলতেন : “ইয়া আল্লাহ! আমি কাপুরূষতা থেকে, আমি কৃপণতা থেকে আপনার আশ্রয় চাই । আমি বয়সের অসহায়ত্ব থেকে আপনার আশ্রয় চাই । আর আমি দুনিয়ার ফিতনা ও কবরের আযাব থেকে আপনার আশ্রয় চাই” ।
৫৯৩৪/৬৯: ইসহাক ইব্ন ইব্রাহিম (রঃ) ……… সা’দ ইব্ন আবূ ওয়াক্কাস (রাঃ) বলেন, নবী (সাঃ) যে সব বাক্য দিয়ে আল্লাহর আশ্রয় চাইতেন, সে সব দ্বারা তোমরাও আশ্রয় চাও । তিনি বলতেন : “ইয়া আল্লাহ! আমি কাপুরূষতা থেকে, আমি কৃপণতা থেকে আপনার আশ্রয় চাই । আমি বয়সের অসহায়ত্ব থেকে আপনার আশ্রয় চাই । আর আমি দুনিয়ার ফিতনা ও কবরের আযাব থেকে আপনার আশ্রয় চাই” ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন