পরিচ্ছেদ : ২৬৫৮/ প্রাচুর্যের ফিতনা থেকে আশ্রয় চাওয়া -
৫৯৩৬/৭১: মূসা ইব্ন ইসমাঈল (রঃ) ……… আয়িশা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী (সাঃ) আল্লাহর আশ্রয় চেয়ে বলতেন : “ইয়া আল্লাহ! আমি আপনার আশ্রয় চাই জাহান্নামের ফিতনা থেকে, জাহান্নামের আযাব থেকে । আমি আরও আশ্রয় চাই কবরের ফিতনা থেকে এবং আপনার আশ্রয় চাই কবরের আযাব থেকে । আমি আরও আশ্রয় চাই প্রাচুর্যের ফিতনা থেকে, আর আমি আশ্রয় চাই অভাবের ফিতনা থেকে । আমি আরও আশ্রয় চাই মাসীহ্ দাজ্জালের ফিতনা থেকে” ।
৫৯৩৬/৭১: মূসা ইব্ন ইসমাঈল (রঃ) ……… আয়িশা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী (সাঃ) আল্লাহর আশ্রয় চেয়ে বলতেন : “ইয়া আল্লাহ! আমি আপনার আশ্রয় চাই জাহান্নামের ফিতনা থেকে, জাহান্নামের আযাব থেকে । আমি আরও আশ্রয় চাই কবরের ফিতনা থেকে এবং আপনার আশ্রয় চাই কবরের আযাব থেকে । আমি আরও আশ্রয় চাই প্রাচুর্যের ফিতনা থেকে, আর আমি আশ্রয় চাই অভাবের ফিতনা থেকে । আমি আরও আশ্রয় চাই মাসীহ্ দাজ্জালের ফিতনা থেকে” ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন