পরিচ্ছেদ : ২৬৫৯/ দারিদ্রের সংকট থেকে পানাহ চাওয়া -
৫৯৩৭/৭২: মুহাম্মদ (রঃ) ……… আয়িশা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী (সাঃ) এ দু’আ পাঠ করতেন : “ইয়া আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে দোযখের সংকট, দোযখের আযাব, কবরের সংকট, কবরের আযাব, প্রাচুর্যের ফিতনা ও অভাবের ফিতনা থেকে পানাহ চাই । ইয়া আল্লাহ! আমি আপনার নিকট মাসীহ্ দাজ্জালের ফিতনার অনিষ্ট থেকে পানাহ চাই । ইয়া আল্লাহ! আমার অন্তরকে বরফ ও শীতল পানি দিয়ে ধুয়ে দিন । আর আমার অন্তর গুনাহ্ থেকে এমন ভাবে সাফ করে দিন, যেভাবে আপনি সাদা কাপড়ের ময়লা পরিস্কার করে থাকেন এবং আমাকে আমার গুনাহ্ থেকে এতটা দূরে সরিয়ে রাখুন, পৃথিবীর পূর্ব প্রান্তকে পশ্চিম প্রান্ত থেকে যত দূরে রেখেছেন । ইয়া আল্লাহ! আমি আপনার নিকট পানাহ চাই অলসতা, গুনাহ এবং ঋণ থেকে” ।
৫৯৩৭/৭২: মুহাম্মদ (রঃ) ……… আয়িশা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী (সাঃ) এ দু’আ পাঠ করতেন : “ইয়া আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে দোযখের সংকট, দোযখের আযাব, কবরের সংকট, কবরের আযাব, প্রাচুর্যের ফিতনা ও অভাবের ফিতনা থেকে পানাহ চাই । ইয়া আল্লাহ! আমি আপনার নিকট মাসীহ্ দাজ্জালের ফিতনার অনিষ্ট থেকে পানাহ চাই । ইয়া আল্লাহ! আমার অন্তরকে বরফ ও শীতল পানি দিয়ে ধুয়ে দিন । আর আমার অন্তর গুনাহ্ থেকে এমন ভাবে সাফ করে দিন, যেভাবে আপনি সাদা কাপড়ের ময়লা পরিস্কার করে থাকেন এবং আমাকে আমার গুনাহ্ থেকে এতটা দূরে সরিয়ে রাখুন, পৃথিবীর পূর্ব প্রান্তকে পশ্চিম প্রান্ত থেকে যত দূরে রেখেছেন । ইয়া আল্লাহ! আমি আপনার নিকট পানাহ চাই অলসতা, গুনাহ এবং ঋণ থেকে” ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন