৫৮৯০/২৫: ইসহাক (রঃ) ……… আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । গরীব সাহাবীগণ
বললেন : ইয়া রাসূলুল্লাহ (সাঃ)! ধনশীল লোকেরা তো উচ্চমর্যাদা ও চিরস্থায়ী নিয়ামত নিয়ে
আমাদের থেকে এগিয়ে গেলেন । তিনি জিজ্ঞাসা করলেন : তা কেমন করে ? তারা বললেন : আমরা
যেরকম সালাত আদায় করি, তাঁরাও সেরকম সালাত আদায় করেন । আমরা যেরূপ জিহাদ করি, তারাও
সেরূপ জিহাদ করেন এবং তাঁরা তাদের অতিরিক্ত মাল দিয়ে সাদাকা-খায়রাত করেন, কিন্ত আমাদের
কাছে সম্পদ নেই । তিনি বললেন : আমি কি তোমাদের একটি আমল বাতলে দেবনা, যে আমল দ্বারা
তোমরা তোমাদের পূর্ববর্তীদের মর্যাদা অর্জন করতে পারবে, আর তোমাদের পরবর্তীদের চাইতে
এগিয়ে যেতে পারবে, আর তোমাদের অনুরূপ আমল কেউ করতে পারবেনা, কেবলমাত্র যারা তোমাদের
ন্যায় আমল করবে তারা ব্যতীত । সে আমল হলো তোমরা প্রত্যেক সালাতের পর ১০ বার ‘সুবহা-নাল্লাহ’,
১০ বার ‘আলহামদুলিল্লাহ’ এবং ১০ বার ‘আল্লাহু আকবার’ পাঠ করবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন