৫৮৯২/২৭: মুসাদ্দাদ (রঃ) ……… সালামা ইব্ন আকওয়া (রাঃ) থেকে বর্ণিত । তিনি
বলেন : একবার আমরা নবী (সাঃ) এর সঙ্গে খায়বার অভিযানে বের হলাম । সেনাবাহিনীর এক ব্যক্তি
বললেন : ওহে আমির! যদি আপনি আপনার ছোট ছোট কবিতা থেকে কিছুটা আমাদের শুনাতেন ? তখন
তিনি সাওয়ারী থেকে নেমে হুদী গাইতে গাইতে বাহন হাঁকিয়ে নিতে শুরূ করলেন । তাতে উল্লেখ
করলেন : আল্লাহ তা’আলা না হলে আমরা হেদায়েত পেতাম না । (রাবী বলেন) এ ছাড়া আরও কিছু
কবিতা তিনি আবৃত্তি করলেন, যা আমি স্মরণ রাখতে পারিনি । তখন রাসূলাল্লাহ (সাঃ) জিজ্ঞাসা
করলেন : এ উট চালক লোকটি কে ? সাথীরা বললেন : উনি আমির ইব্ন আকওয়া । তিনি বললেন : আল্লাহ
তার উপর রহম করূন । তখন দলের একজন বললেন : ইয়া রাসূলাল্লাহ! আপনি তার দু’আর সাথে আমাদেরকেও
শামিল করলে ভাল হতো না ? এরপর যখন মুহাজিদগণ কাতার বন্দী হয়ে শত্রুর সাথে যুদ্ধ করলেন
। এসময় আমির (রাঃ) তাঁর নিজের তরবারীর অগ্রভাগের আঘাতে আহত হলেন এবং এ আঘাতের দরূর
তিনি মারা গেলেন । এদিন লোকেরা সন্ধ্যার পর (পাকের জন্য) বিভিন্নভাবে অনেক আগুন জ্বালালেন
। তখন রাসূলুল্লাহ (সাঃ) জিজ্ঞাসা করলেন : এসব আগুন কিসের ? এসব আগুন দিয়ে তোমরা কি
জ্বাল দিচ্ছ ? তারা বললেন : আমরা গৃহপালিত গাধার মাংস জ্বাল দিচ্ছি । তখন নবী (সাঃ)
বললেন : পাত্রগুলোর মধ্যে যা আছে, তা সব ফেলে দাও এবং পাত্রগুলো ভেঙ্গে ফেল । এক ব্যক্তি
বললেন : ইয়া রাসূলুল্লাহ (সাঃ)! পাত্রগুলোর মধ্যে যা আছে তা ফেলে দিলে এবং পাত্রগুলো ধুয়ে
নিলে চলবেনা ? রাসূলুল্লাহ (সাঃ) বললেন : তবে তাই কর ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন