শনিবার, ৭ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৮৮৯ (দু‘আ অধ্যায়)

৫৮৮৯/২৪: উসমান ইব্ন আবূ শায়বা (রঃ) ……… আব্দুল্লাহ (রাঃ) বলেন, আমরা সালাতে বলতাম : “আস্সালামু আলাল্লাহ, আস্সালামু আলা ফুলান্নি” । তখন একদিন নবী (সাঃ) আমাদের বললেন : আল্লাহ তা’আলা তিনি নিজেই সালাম । সুতরাং তোমাদের কেউ যখন সালাতে বসবে, তখন সে যেন “আত্তাহিয়্যা-তু লিল্লাহি ……… ইবাদিল্লাহিচ্চা-লিহিন” পর্যন্ত পড়ে । সে যখন এতটুকু পড়বে তখন আসমান যমীনের আল্লাহর সব নেক বান্দাদের নিকট তা পৌছে যাবে । তারপর বলবে, “আশহাদু আন ………… আব্দুহু ওয়ারাসূলুহু” তারপর হামদ সানা যা ইচ্ছা পড়তে পারবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন