৫৮৯৮/৩৩: ইয়াহইয়া ইব্ন মুহাম্মদ ইব্ন সাকান (রঃ) ……… ইব্ন আব্বাস (রাঃ)
থেকে বর্ণিত । তিনি বলেন যে, তুমি প্রতি জুমু’আয় লোকদের হাদীস শোনাবে । যদি এতে তুমি
ক্লান্ত না হও তবে সপ্তাহে দুবার । আরও অধিক করতে চাও তবে তিনবার । আরও অধিক ওয়ায করে
এ কুরআনের প্রতি মানুষের মনে বিরক্তির সৃষ্টি করো না । লোকেরা তাদের কথাবার্তায় মশগুল
থাকা অবস্থায় তুমি তাদের কাছে এসে তাদের উপদেশ দেবে-আমি যেন এমন অবস্থায় তোমাকে না
পাই । কারণ এতে তাদের কথায় বিগ্ন সৃষ্টি হবে এবং তারা বিরক্তি বোধ করবে । বরং তুমি
এ সময় নীরব থাকবে । যদি তারা আগ্রহভরে তোমাকে উপদেশ দিতে বলে তাহলে তুমি তাদের উপদেশ
দিবে । আর তুমি দূ’আর মধ্যে ছন্দবদ্ধ কবিতা পরিহার করবে । কারণ আমি রাসূলুল্লাহ (সাঃ)
ও তাঁর সাহাবীগণকে তা পরিহার করতেই দেখেছি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন