শনিবার, ৭ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৮৯১ (দু‘আ অধ্যায়)

৫৮৯১/২৬: কুতায়বা ইব্ন সাঈদ (রঃ) ……… মুগীরা (রাঃ) আবূ সুফিয়ানের পুত্র মু’আবিয়া (রাঃ) এর নিকট এক পত্রে লিখেন যে, নবী (সাঃ) প্রত্যেক সালাত ফিরানোর পর বলতেন : আল্লাহ ছাড়া আর কোন মাবূদ নেই । তিনি একক । তাঁর কোন শরীক নেই । মূলক তাঁরই, যাবতীয় প্রশংসা তাঁরই প্রাপ্য । তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান । ইয়া আল্লাহ! আপনি কাউকে যা দান করেন তাতে বাধা দেওয়ার কেউ নেই । আর আপনি যাকে কোন কিছু দিতে বিরত থাকেন তাকে তা দেওয়ার মতো কেউ নেই । আপনার রহমত না হলে কারো চেষ্টা ফলপ্রসু হবে না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন