শনিবার, ৭ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৮৮৬ (দু‘আ অধ্যায়)

৫৮৮৬/২১: আবদান (রঃ) ……… আবূ যার (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী (সাঃ) যখন রাতে বিছানায় যেতেন তখন দু’আ পড়তেন : “ইয়া আল্লাহ! আমি আপনারই নামে মরি এবং জীবিত হই ।” আর যখন তিনি জেগে উঠতেন তখন বলতেন : “সকল প্রশংসা আল্লাহরই যিনি আমাদের জীবিত করেছেন, (নিদ্রা জাতীয়) মৃত্যুর পর এবং তারই কাছে পুনরূথ্থান সুনিশ্চিত ।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন