৫৮৯৪/২৯: আলী ইব্ন আব্দুল্লাহ (রঃ) ……… জারীর (রাঃ) থেকে বর্ণিত । তিনি
বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বললেন : তুমি কি যুল-খালাসাহকে নিশ্চিহ্ন করে আমাকে চিন্তামুক্ত
করবে ? সেটা ছিল এক মূর্তি । লোকেরা এর পূজা করতো । সেটাকে বলা হতো ইয়ামানী কাবা ।
আমি বললাম : ইয়া রাসূলাল্লাহ! আমি ঘোড়ার পিঠে স্থির থাকতে পারি না । তখন তিনি আমার
বুকে জোরে একটা থাবা মারলেন এবং বললেন : ইয়া আল্লাহ! আপনি তাকে স্থির রাখুন এবং তাকে
হিদায়েতকারী ও হিদায়েতপ্রাপ্ত বানিয়ে দিন । তখন আমি আমারই গোত্র আহমাসের পঞ্চাশজন যোদ্ধাসহ
বের হলাম । সুফিয়ান (রঃ) বলেন : তিনি কোন কোন সময় বলেছেন : আমি আমার গোত্রের একদল যোদ্ধার
মধ্যে গেলাম । তারপর আমি সেই মূর্তিটির নিকট গিয়ে তাকে জ্বালিয়ে ফেললাম । এরপর আমি
নবী (সাঃ) এর কাছে এসে বললাম : ইয়া রাসূলাল্লাহ! আল্লাহর কসম! আমি যুল-খালাসাকে জ্বালিয়ে
পুড়িয়ে পাঁচড়াযুক্ত উটের ন্যায় করে ছেড়েই আপনার কাছে এসেছি । তখন তিনি আহমাস গোত্র
ও তার যোদ্ধাদের জন্য দু’আ করলেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন