শনিবার, ৭ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৮৯৭ (দু‘আ অধ্যায়)

৫৮৯৭/৩২: হাফস ইব্ন উমর (রঃ) ……… আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত । একদা নবী (সাঃ) গনীমতের মাল বন্টন করে দিলেন তখন এক ব্যক্তি মন্তব্য করলেন : এটা এমন বাটোয়ারা হলো যার মধ্যে অল্লাহর সন্তষ্টির খেয়াল রাখা হয়নি । আমি তা নবী (সাঃ) কে জানালে  তিনি রেগে গেলেন । এমনকি আমি তাঁর চেহারার মধ্যে রাগের আলামত দেখতে পেলাম । তিনি বললেন : আল্লাহ মূসা (আঃ) এর প্রতি রহম করূণ তাঁকে এর চাইতে অধিকতর কষ্ট দেয়া হয়েছে, কিন্তু তিনি ধৈর্য়ধারন করেছেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন