৫৮৮৭/২২: আব্দুল্লাহ ইব্ন ইউসুফ (রঃ) ……… আবূ বকর সিদ্দিকী (রাঃ) থেকে বর্ণিত
। একবার তিনি নবী (সাঃ) এর নিকট বললেন, আপনি আমাকে এমন একটি দু’আ শিখিয়ে দিন, যা দিয়ে
আমি সালাতে দু’আ করব । তিনি বললেন, তুমি সালাতে পড়বে : “ইয়া আল্লাহ! আমি আমার নিজের
উপর অনেক বেশী যুলুম করে ফেলেছি । আপনি ছাড়া আমার গুনাহ মাফ করার আর কেউ নেই । অতএব
আপনি আপনার পক্ষ থেকে আমাকে মাফ করে দিন । আর আমার প্রতি দয়া করূন । নিশ্চয়ই আপনি ক্ষমাশীল
ও অতি দয়ালু ।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন