৫৭৯৫/০২: আবুল ইয়ামান (রঃ) ……… হযরত আব্দুল্লাহ ইব্ন আব্বাস (রাঃ) থেকে
বর্ণিত । তিনি বলেন, একবার কুরবানীর দিনে রাসূলুল্লাহ (সাঃ) ফাযল ইব্ন আব্বাস (রাঃ)
কে আপন সাওয়ারীর পিঠে নিজের পিছনে বসালেন । ফাযল (রাঃ) একজন সুন্দর ব্যক্তি ছিলেন ।
নবী (সাঃ) লোকদের মাসলা মাসায়েল বাতলিয়ে দেওয়ার জন্য আসলেন । এ সময় খাশ‘আম গোত্রের
একজন সুন্দরী মহিলা রাসূলুল্লাহ (সাঃ) এর নিকট একটা মাসআলা জিজ্ঞাসা করার জন্য আসল
। তখন ফাযল (রাঃ) তার দিকে তাকাতে লাগলেন । মহিলাটির সৌন্দর্য তাঁকে আকৃষ্ট করে দিল
। নবী (সাঃ) ফাযল (রাঃ) এর দিকে ফিরে দেখলেন যে, ফাযল তার দিকে তাকাচ্ছেন । তিনি নিজের
হাত পেছনের দিকে নিয়ে ফাযল (রাঃ) এর চিবুক ধরে ঐ মহিলার দিকে না তাকানোর জন্য তার চেহারা
অন্যদিকে ফিরিয়ে দিলেন । এরপর মহিলাটি জিজ্ঞাসা করল : ইয়া রাসূলুল্লাহ! আল্লাহ তা‘আলার
পক্ষ থেকে তাঁর বান্দাদের উপর যে হাজ্জ ফরয হওয়ার বিধান দেওয়া হয়েছে, আমার পিতার উপর
তা এমন অবস্থায় এসেছে যে, বয়োবৃদ্ধ হওয়ার কারণে সাওয়ারীর উপর বসতে তিনি সক্ষম নন ।
যদি আমি তার তরফ থেকে হাজ্জ আদায় করে নেই, তবে কি তার পক্ষ থেকে তা আদায় হয়ে যাবে
? তিনি বললেন : হ্যাঁ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন