৫৮০৮/১৫: মুসাদ্দাদ (রঃ) ……… হযরত আনাস ইব্ন মালিক (রাঃ) থেকে বর্ণিত যে,
একবার এক ব্যক্তি নবী (সাঃ) এর কামরায় উঁকি দিল । তখন তিনি একটা তীর ফলক কিংবা তীর
ফলকসমূহ নিয়ে তার দিকে দৌড়ালেন । আনাস (রাঃ) বলেন : তা যেন এখনও আমি প্রত্যক্ষ করছি
। তিনি ঐ লোকটির চোখ ফুঁড়ে দেওয়ার জন্য তাকে খুঁজে ছিলেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন