শনিবার, ১৪ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৭৯৬ (অনুমতি চাওয়া অধ্যায়)

৫৭৯৬/০৩: আব্দুল্লাহ ইব্ন মুহাম্মদ (রঃ) ……… হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত যে,  একবার নবী (সাঃ) বললেন : তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো । তারা বলল : ইয়া রাসূলাল্লাহ! আমাদের রাস্তায় বসা ছাড়া গত্যন্তর নেই, আমরা সেখানে কথাবার্তা বলি । তখর তিনি বললেন, যদি তোমাদের রাস্তায় মজলিস করা ছাড়া উপায় না থাকে, তবে তোমরা রাস্তার হক আদায় করবে । তারা বলল : ইয়া রাসূলাল্লাহ! রাস্তার দাবী কি ? তিনি বললেন : তাহলো চোখ অবনত রাখা, কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, সালামের জবাব দেওয়া এবং সকাজের নির্দেশ দেওয়া আর অসকাজে নিষেধ করা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন