৫৮০৩/১০: আলী ইব্ন আব্দুল্লাহ (রঃ) ……… হযরত আইউব (রাঃ) থেকে বর্ণিত যে,
নবী (সাঃ) বলেছেন : কোন মুসলমানের পক্ষে তার কোন ভাইয়ের সাথে তিন দিনের বেশী এমনভাবে
সম্পর্কছেদ করে থাকা বৈধ নয় যে, তাদের দুজনের দেখা সাক্ষাত হলেও একজন এদিকে, অপরজন
অন্যদিকে চেহারা ফিরিয়ে নেয় । তাদের মধ্যে উত্তম ঐ ব্যক্তি যে প্রথম সালাম করবে । আবূ
সুফিয়ান (রাঃ) বলেন যে, এ হাদীসটি আমি যুহরী (রাঃ) থেকে তিনবার শুনেছি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন