৫৮০৪/১১: ইয়াহইয়া ইব্ন সুলায়মান (রঃ) ……… হযরত আনাস ইব্ন মালিক (রাঃ) বর্ণনা
করেন যে, রাসূলুল্লাহ (সাঃ) যখন মদীনায় আগমন করেন, তখন তাঁর বয়স ছিল দশ বছর । তিনি
বলেন : রাসূলুল্লাহ (সাঃ) এর জীবনের দশ বছর আমি তাঁর খিদমত করি । আর পর্দার বিধান সম্পর্কে
আমি সবচেয়ে বেশী অবগত ছিলাম, যখন তা নাযিল হয় । উবাই ইব্ন কা‘ব (রাঃ) প্রায়ই আমাকে
এ সম্পর্কে জিজ্ঞাসা করতেন । যায়নাব বিন্ত জাহস (রাঃ) এর সঙ্গে রাসূলুল্লাহ (সাঃ) এর
বাসরের দিন প্রথম পর্দার আয়াত নাযিল হয় । নবী (সাঃ) নতুন দুলহা হিসেবে সেদিন লোকদের
দাওয়াত করেন এবং এরপর অনেকেই দাওয়াত খেয়ে বেরিয়ে যান । কিন্ত কয়েকজন তাঁর কাছে রয়ে
যান এবং তাদের অবস্থান দীর্ঘায়িত করেন । তখন রাসূলুল্লাহ (সাঃ) উঠে দাঁড়িয়ে ঘর থেকে
বেরিয়ে যান এবং আমিও তাঁর সঙ্গে যাই, যাতে তারা বের হয়ে যায় । তারপর রাসূলুল্লাহ (সাঃ)
চলেন এবং আমিও তাঁর সঙ্গে চলি ।এমন কি তিনি আয়িশা (রাঃ) এর কক্ষের দরজায় এসে পৌছান
। এরপর রাসূলুল্লাহ (সাঃ) ধারণা করেন যে, নিশ্চয়ই তারা বেরিয়ে গেছে । তখন তিনি ও তাঁর
সঙ্গে আমিও ফিরে আসি । তিনি যায়নাব (রাঃ) এর গৃহে প্রবেশ করে দেখেন যে, তারা তখনও বসেই
আছে, চলে যায়নি । তখন রাসূলুল্লাহ (সাঃ) ফিরে গেলেন এবং আমিও তাঁর সঙ্গে ফিরে যাচ্ছি
। এমনকি তিনি আয়িশা (রাঃ) এর দরজার চৌখাট পর্যন্ত এস পৌছেন ।এরপর তিনি ধারণা করেন যে,
এখন তারা অবশ্যই বেরিয়ে গেছে । তাই তিনি ফিরে এসে দেখেন যে, তারা বেরিয়ে গেছে । এই
সময় পর্দার আয়াত নাযিল হয় । এবং তিনি তাঁর ও আমার মধ্যে পর্দা টেনে দেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন