৫৮০৬/১৩: ইসহাক (রঃ) ……… হযরত আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, উমর ইব্ন খাত্তাব
(রাঃ) নবী (সাঃ) এর নিকট প্রায়ই বলতেন যে, আপনি আপনার সহধর্মিণীদের পর্দা করান । কিন্ত
তিনি তা করেন নি । নবী (সাঃ) এর সহধর্মিণীগণ প্রাকৃতিক প্রয়োজনে রাতে মাঠের দিকে বেরিয়ে
যেতেন । একবার সাওদা বিনত যামআ’ (রাঃ) বেরিয়ে গেলেন । তিনি ছিলেন লম্বাকৃতির মহিলা
। উমর (রাঃ) মজলিসে উপস্থিত ছিলেন । তাই তিনি তাঁকে দেখে ফেললেন এবং পর্দার নির্দেশ
নাযিল হওয়ার আগ্রহে বললেন : ওহে সাওদা! আমি আপনাকে চিনে ফেলেছি । অতঃপর আল্লাহ তা‘আলা
পর্দার আয়াত নাযিল করেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন