৫৭৯৪/০১: ইয়াহ্ইয়া ইব্ন জাফর (রঃ) ……… হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত
যে, নবী (সাঃ) বলেছেন : আল্লাহ্ তা’আলা আদম (আঃ) কে তাঁর যথাযথ আকৃতিতে সৃষ্টি করেছেন,
তাঁর উচ্চতা ছিল ষাট হাত । তিনি তাঁকে সৃষ্টি করে বললেন : তুমি যাও । উপবিষ্ট ফিরিশতাদের
এই দলকে সালাম করো এবং তুমি মনোযোগ সহকারে শোনবে তারা তোমার সালামের কি জবাব দেয়? কারণ
এটাই হবে তোমার ও তোমার বংশধরের সম্ভাষণ (তাহিয়্যা), তাই তিনি গিয়ে বললেন : ‘আস্সালামু
আলাইকুম’ । তাঁরা জবাবে বললেন : ‘আস্সালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ’ । তাঁরা বাড়িয়ে
বললেন : ‘ওয়া রাহমাতুল্লাহ’ বাক্যটি । তারপর নবী (সাঃ) আরও বললেন : যারা জন্নাতে প্রবেশ
করবে তারা আদম (আঃ) এর আকৃতি বিশিষ্ট হবে । তারপর থেকে এ পর্যন্ত মানুষের আকৃতি ক্রমশ
হ্রাস পেয়ে আসছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন