শনিবার, ১৪ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৮০৫ (অনুমতি চাওয়া অধ্যায়)

৫৮০৫/১২: আবূ নু‘মান (রঃ) ……… হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত ।তিনি বলেন, যখন নবী (সাঃ) যায়নাব (রাঃ) কে বিয়ে করলেন, তখন (দাওয়াত প্রাপ্ত) একদল লোক তাঁর ঘরে এসে খ্ওয়া দাওয়া করলেন । এরপর তাঁরা ঘরে বসেই আলাপ-আলোচনা করতে লাগলেন । তিনি দাঁড়ানোর পর কিছু লোক উঠে বেরিয়ে গেলেন । কিন্ত অবশিষ্ট কিছু লোক বসেই থাকলেন । নবী (সাঃ) ঘরে প্রবেশ করার জন্য ফিরে এসে দেখলেন যে, তারা বসেই আছেন । কিছুক্ষন পরে তারা উঠে চলে গেলেন । তারপর আমি নবী (সাঃ) কে ওদের চলে যাওয়ার সংবাদ দিলে তিনি এসে প্রবেশ করলেন । তখন আমি ভিতরে যেতে চাইলে তিনি আমার ও তাঁর মাঝখানে পর্দা ঝুলিয়ে দিলেন । এই সময় আল্লাহ তা‘আলা  এই আয়াত নাযিল করেন : “হে ইমানদারগণ! তোমরা নবীর ঘরগুলোতে প্রবেশ করো না ।……… শেষ পর্যন্ত ।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন